Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০১৭

কুমিল্লা তিতাস উপজেলায় বারি সরিষা-১৪ এর বাম্পার ফলন


প্রকাশন তারিখ : 2017-02-05

বাংলাদেশ তৈলবীজ ও ডাল ফসলের গবেষণা এবং উন্নয়ন প্রকল্পের আওতায়, সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার আয়োজনে, তিতাস কেসবপুর ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদারের অনুপ্রেরণায় কৃষক মো. আউয়াল ও আবু তালেবের ২ হেক্টর জমিতে বারি সরিষা-১৪ প্রদর্শনী হিসেবে চাষ এর উপর কৃষক সবাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠত হয়। কৃষি বান্ধব সরকারের সুপরিকল্পনায়, দেশের সকল মানুষ যেন সহজ উপায়ে সরিষার তৈল অল্প খরচে খেতে পারে এলক্ষ্যে কৃষক পর্যায়ে বারি সরিষা-১৪ চাষাবাদ কৃষক পর্যায়ে জনপ্রিয় করা এ মাঠ দিবস ও কৃষক সমাবেশের উদ্দেশ্য।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উসস্থিত থেকে বক্তৃতা করেন-ড. মাসুদুল কাদের, সদস্য, বোর্ড অব ম্যানেজম্যান্ট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুর। তিনি বলেন-বারি সরিষা-১৪, স্থানীয় জাতের চেয়ে ৬০ ভাগেরও বেশী ফলন হয়ে থাকে। আবার এর গাছ বড় আকারের হয় বিধায় লাকরী হিবেবে জ্বালানির চাহিদাও মিটানো সম্ভব। মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ড. মো. কামরুল হাসান, পিএও, সরেজমিন গবেষণা বিভাগ, বারি, গাজীপুর, ড. এ কে এম শামসুল হক, পিএও, কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, কুমিল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন-বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, ড. আ স ম মাহবুবুর রহমান খান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। স্বাগত বক্তব্য রাখেন-ড. মো. হায়দার হোসেন, পিএসও, সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন-শ্যামল কুমার ভাওয়াল, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএআরআই, কুমিল্লা।